মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছে সরকার

যাযাদি রিপোর্ট
  ১৯ জানুয়ারি ২০২১, ০০:০০

জনগণকে জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব থেকে রক্ষা করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে দাবি করে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, অভিযোজন আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। তবে টেকসই উন্নয়নের লক্ষ্যে কম কার্বন নিঃসরণেও বাংলাদেশ তার প্রতিশ্রম্নতি মতো কাজ করছে।

সোমবার দুপরে আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন কেন্দ্র (আইসিসিএসিএডি), গেস্নাবাল সেন্টার অ্যাডাপ্টেশন (জিসিএ) এবং জলবায়ু ক্ষতিগ্রস্ত ফোরামের (সিভিএফ) যৌথভাবে আয়োজিত সপ্তম বার্ষিক গবেষণা গেস্নাবাল সম্মেলনের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন জিসিএ-এর সহসভাপতি বান কি মুন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী এবং জিসিএর বিশিষ্ট ফিলো আবুল কালাম আজাদ প্রমুখ।

ওয়েবিনারে সভাপতিত্ব করেন আইসিসিএইডির পরিচালক অধ্যাপক ড. সালিমুল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে