তলস্না মসজিদে ভয়াবহ বিস্ফোরণ আদালতে আত্মসমর্পণ করেই ২২ আসামির জামিন

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২১, ০০:০০

ম নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুলস্নায় বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সিআইডির চার্জশিটভুক্ত ২২ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিল্টন-এর আদালতে তারা আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জামিনের বিষয়টি নিশ্চিত করে জানান, 'সিআইডির চার্জশিটভুক্ত ২২ জন আদালতে আত্মসমর্পণ করেছে। পরে আদালতে তারা জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে ২২ জনকেই এক মাসের জামিন মঞ্জুর করেন।' গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুলস্নার পশ্চিম তলস্না এলাকার বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এশার নামাজ পড়তে যাওয়া ৩৭ জন মুসলিস্ন ও এক পথচারী দগ্ধ হন। এদের মধ্যে ৩৪ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড পস্নাস্টিক সার্জারি ইউনিটে মারা যান। এ ঘটনায় ফতুলস্না মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে অবহেলাজনিত মৃতু্যর অভিযোগ এনে হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি সিআইডিতে হস্তান্তর হয়। সিআইডি তদন্তকালে তিতাস গ্যাসের কর্মকর্তা মসজিদ কমিটির সভাপতিসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। মামলায় তিতাস গ্যাসের কর্মকর্তাদের বাদ দিয়ে আদালতে চার্জশীট দাখিল করা হয়।