বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নকল তারের কারখানায় অভিযান

ম যাযাদি রিপোর্ট
  ১৯ জানুয়ারি ২০২১, ০০:০০

রাজধানীর কদমতলীতে নকল বৈদু্যতিক তার উৎপাদন করায় চার কারখানাকে ২৪ লাখ টাকা জরিমানা করেছেনর্ যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্(যাব) ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরের্ যাব ১০-এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, রোববার সকাল থেকে রাত পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের নেতৃত্বে রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে কদমতলী এলাকায় অনুমোদনহীন, ভেজাল, নিম্নমানের বৈদু্যতিক তার উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণের দায়ে উৎপাদনকারী চার প্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়।

প্রতিষ্ঠানগুলো অনুমোদনহীন, ভেজাল, নিম্নমানের বৈদু্যতিক তার উৎপাদন করে বাজারজাত করে আসছিল বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে