লালবাগে ভেজাল প্রসাধনী উৎপাদন

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২১, ০০:০০

ম যাযাদি রিপোর্ট
বিভিন্ন লেভেলবিহীন কেমিক্যাল ও অনুমোদনহীন প্রসাধনী উৎপাদন করার দায়ে লালবাগে হায়দার বক্স ১২ নম্বর লেনের বিপাশা কসমেটিকসের নাছের (৪৯) ও আনোয়ার শেখকে (২৫) আটক করেছেনর্ যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে শুরু হওয়া অভিযান শেষ হয় দুপুর ২টায়। অভিযানে নেতৃত্ব দেনর্ যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। বিএসটিআই ওর্ যাব-৩ এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, প্রতিষ্ঠানটির কাঁচামালের গায়ে কোনো লেবেল পাওয়া যায়নি। কাঁচামালগুলো কবে উৎপাদন করা হয়েছে, কত দিনের মেয়াদ আছে সে ব্যাপারে কিছুই জানা যায়নি। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটি বিএসটিআইর কোনো প্রকার অনুমোদন দেখাতে পারেনি। এসব অপরাধে প্রতিষ্ঠানের পলাতক মালিকসহ ৩ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে বলে জানা গেছে।