পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যানকে হাইকোর্টে তলব

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২১, ০০:০০

যাযাদি রিপোর্ট
পিপলস লিজিংয়ের নামে কেনা শেয়ার নিজ নামে হস্তান্তর করায় প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যানসহ তিনজনকে তলব করেছেন হাইকোর্ট। পাশাপাশি আরও দুটি প্রতিষ্ঠানের প্রতিনিধিকেও এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য আগামী ৩ ফেব্রম্নয়ারি হাজির হতে বলেছেন হাইকোর্ট। অর্থাৎ মোট পাঁচজনকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে আদালতে। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন। আবেদনের শুনানির পর আদালত কারণ দর্শাতে এম মোয়াজ্জেম হোসেন ও তিনটি প্রতিষ্ঠানসহ পাঁচজনকে তলব করেছেন। বাকি দুজন হচ্ছে ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেনের পরিবারের সদস্য। একজনের নাম ফারজানা মোয়াজ্জেম ও এহসান-ই-মোয়াজ্জেম।