মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্যের পদত্যাগ

যাযাদি ডেস্ক
  ২২ জানুয়ারি ২০২১, ০০:০০

ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য 'ব্যক্তিগত কারণ' দেখিয়ে বুধবার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার বিকালে তিনি সাংবাদিকদের জানান, গত বুধবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি বলেন, 'ব্যক্তিগত কারণে আমি ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছি।'

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করার জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে দায়িত্ব পালন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা।

গত বছর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল পদে আবু মোহাম্মদ আমিন উদ্দিনকে (এএম আমিন উদ্দিন) নিয়োগ দেওয়ার পর দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেন।

২০১৯ সালের ২১ জুলাই দেবাশীষ ভট্টাচার্যসহ ৭০ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) হিসেবে নিয়োগ দেয় সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে