পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, নরসিংদীর এসপি প্রলয় কুমার জোয়ারদারকে যশোর এবং শেরপুরের এসপি কাজী আশরাফুল আজীমকে নরসিংদীর এসপি হিসেবে বদলি করা হয়েছে।
যশোরের এসপি মুহাম্মদ আশরাফ হেসেনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ
দেওয়া হয়েছে।
এর আগে, গত ৯ ডিসেম্বর শেরপুরের এসপি আশরাফুল আজীমকে গাজীপুরে বদলি করা হয়েছিল। এখন সেই আদেশটি বাতিল করা হয়েছে।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd