ধর্ষণ অভিযোগে মামলা : নূরদের বিরুদ্ধে প্রতিবেদন ৮ ফেব্রম্নয়ারি

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২১, ০০:০০

যাযাদি রিপোর্ট
ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরসহ ছয়জনের বিরুদ্ধে লালবাগ থানার মামলায় তদন্ত প্রতিবেদনের তারিখ পিছিয়েছে। বৃহস্পতিবার প্রতিবেদন জমা না পড়ায় আগামী ৮ ফেব্রম্নয়ারি নতুন তারিখ রেখেছেন ঢাকার মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা। মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার পরিদর্শক মো. আসলাম উদ্দিন মোলস্না জানান, ঘটনাস্থলের মানচিত্র, সূচিপত্র ও সাক্ষীদের ১৬১ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে, যা চূড়ান্ত যাচাই-বাছাই করা হচ্ছে। কয়েকদিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। মামলার অপর আসামিরা হলেন- বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, একই সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি নাজমুল হুদা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুলস্নাহিল বাকি।