১৯ জেলে ফেরত মিয়ানমারের

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২১, ০০:০০

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় চারটি নৌকাসহ ১৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়ার পর 'নির্যাতন করে' ছেড়ে দিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। বুধবার রাতে ফেরত আসা জেলেরা মারধরের অভিযোগ করেন। এর আগের দিন তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা। বিষয়টি নিশ্চিত করে সাবরাং ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডে ইউপি সদস্য নুরুল আমিন বলেন, 'ধরে নিয়ে যাওয়া ১৯ জেলে ফেরত এসেছেন। ফেরত আসা জেলেদের সেদেশের নৌবাহিনী সদস্যরা ব্যাপক মারধর করেছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এর আগে সেন্টমার্টিনের কাছাকাছি সাগরে মাছ শিকার অবস্থায় ধরে নিয়ে যায়।' জনপ্রতিনিধি ও স্থানীয়দের ভাষ্য মতে, বুধবার ভোরে শাহপরীর দ্বীপের বাসিন্দা কবির আহমদ, মো. বাইল্যা, মো. এনামুলস্নাহ, আমির হোসেনের মালিকানাধীন নৌকা দিয়ে ১৯ মাঝিমালস্না সাগরে মাছ ধরতে যান। কিছুক্ষণ পর মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে জেলেদের ধরে নিয়ে যায়। রাতে জেলেদের ব্যাপক মারধর করে নৌকাতে থাকা মাছ ও জাল নিয়ে ফেরত দেয় তারা। বিষয়টি স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। টেকনাফ-২ ব্যাটালিয়ন বিজিবির উপ-অধিনায়ক মেজর রুবায়াৎ কবীর জানান, 'ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি জেলেরা ফেরত আসার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখছি।'