বেসরকারিভাবেও টিকা আনার দাবি জাতীয় পার্টির সাংসদ ফরাজীর

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২১, ০০:০০

যাযাদি রিপোর্ট
সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারিভাবেও করোনার টিকা আনার দাবি জানিয়েছেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী। বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, 'বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে বেসরকারিভাবে যারা দক্ষ তাদের সঙ্গে আলোচনা করে করোনার টিকা আনার অনুমতি দেওয়া উচিত। একটা ডোজ কিনতে ৬শ'-৭শ' টাকা লাগবে। যাদের দরকার তারা কিনে নিতে পারবে। দেশের ৫০ ভাগ মানুষ এই টাকা দিয়ে টিকা কিনে নিতে পারবেন। তাদের ক্রয় করে টিকা নেওয়ার সুযোগ করে দেওয়া উচিত। যারা পারবে না, তাদের জন্য সরকারিভাবে এনে বিনামূল্যে দেওয়া হবে।' করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সরকার সফল উলেস্নখ করে জাপার সংসদ সদস্য ফরাজী বলেন, 'করোনা মোকাবিলায় বাংলাদেশ সফলতা দেখিয়েছে, যা অনেক উন্নত দেশ পারেনি। করোনা মোকাবিলা করে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। এই করোনার সময় প্রধানমন্ত্রী অর্থনীতির চাকা সচল রেখেছেন। সারা বছর তিনি সবকিছু বন্ধ করে না রেখে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। দেশের অর্থনীতি এখন যে অবস্থায় আছে এটা যদি ধরে রাখা যায় আমরা আরও এগিয়ে যাব।' অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন আব্দুল মান্নান, ইকবাল হাসেন, আনজুম সুলতানা, পংকজ নাথ, বীরেন শিকদার, জিন্নাতুল বাকিয়া প্রমুখ।