গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

পাথরঘাটার বরফকলে নিহত ১, আহত ৩০

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২১, ০০:০০

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় মোলস্না আইস ফ্যাক্টরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই বরফকলের মিস্ত্রি মো. শাহজাহান ওরফে সম্রাট (৫০) নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। পাথরঘাটা হাসপাতালে জরুরিভিত্তিতে চিকিৎসা চলছে। বরফকলের আশপাশ এলাকায় ৫০ জনেরও বেশি গ্যাসের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরও প্রাথমিক চিকিৎসা চলছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় শহরের শাহাদাত নগর এলাকায়। বরফকল মিস্ত্রি মো. শাহজাহান ওরফে সম্রাট পিরোজপুরে পাড়েরহাট এলাকার বাসিন্দা। মোলস্না আইস ফ্যাক্টরির স্বত্বাধিকারী হলেন আলম মোলস্না। পাথরঘাটা ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা বলেন, পাথরঘাটার শাহাদাত নগরে মোলস্না আইস ফ্যাক্টরিতে অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার \হবিস্ফোরণে ওই বরফকলের মিস্ত্রি মো. শাহজাহান ওরফে সম্রাট নিহত হয়েছেন। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৩০ জন আহত হওয়ার প্রাথমিক খবর পাওয়া গেছে। ওই ৩০ জনের পাথরঘাটা হাসপাতালে জরুরিভিত্তিতে চিকিৎসা চলছে। সূত্রটি আরও জানায়, মোলস্না আইস ফ্যাক্টরির আশপাশ এলাকায় ৫০ জনেরও বেশি গ্যাসের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরও প্রাথমিক চিকিৎসা চলছে। এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, আহতদের সর্বাত্মক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। সবার অক্সিজেন প্রয়োজন হওয়ায় অক্সিজেন সংকট দেখা দিয়েছে।