শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দর্শনা বন্দরে ভারত থেকে প্রায় ১৮শ' মেট্রিক টন চাল আমদানি

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
  ২৫ জানুয়ারি ২০২১, ০০:০০

চুয়াডাঙ্গার দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ১৮শ' মেট্রিক টন চাল আমদানি হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে দর্শনা বন্দর দিয়ে ৪২টি রেলওয়াগনে এ চাল দেশে এসেছে। ১৭শ' ৭১ দশমিক ৪ মেট্রিক টন নন বাসমতি প্রকারের এ চাল আমদানি করেছে ঢাকার আমদানিকারক মোসার্স মজুমদার ট্রেডার্স। রপ্তানিকারক কলকাতার সোভিক এক্সপোর্ট লিমিটেড। ইন ভয়েসে এ চালের আমদানি মূল্য দেখানো হয়েছে প্রতিটন ৩৫০ ইউএস ডলার।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলী জানান, এ চাল খালাসের জন্য ২১টি ওয়াগন পাবনার ঈশ্বরদী এবং ২১টি ওয়াগন সিরাজগঞ্জের উলস্নাপাড়া স্টেশনে বুকিং করেছে আমদানিককারক। দর্শনা বন্দর দিয়ে এ রকম আরও বেশ কয়েকটি চালের চালান আসার অপেক্ষায় রয়েছে বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে