শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
বাংলাবাজার-শিমুলিয়া

ঘন কুয়াশায় সাড়ে ৯ ঘণ্টা বন্ধ ছিল ফেরিসহ নৌযান

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
  ২৫ জানুয়ারি ২০২১, ০০:০০

ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে প্রায় সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরিসহ সব নৌ চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশা কেটে গেলে রোববার সকাল ১০টা থেকে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করে। এর আগে অতিরিক্ত কুয়াশার কারণে শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। এছাড়া সকাল থেকে লঞ্চ ও স্পিডবোটও বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ।

বিআইডবিস্নউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে, ঘন কুয়াশার পরিমাণ বাড়তে থাকলে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। এ সময় চলাচলরত কয়েকটি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়। রোববার সকাল ১০টার দিকে কুয়াশা কিছুটা কমে এলে ফেরি চলাচল শুরু হয়। এছাড়া লঞ্চ ও স্পিডবোটেও যাত্রী পারাপার শুরু হয়। মাঝ পদ্মায় আটকে থাকা ফেরিগুলোও গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় বাংলাবাজার ঘাট এলাকায় আটকে আছে দুই শতাধিক পরিবহণ। এছাড়া লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ঘাট এলাকায় যাত্রীদের চাপ-দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। বিআইডবিস্নউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, 'ঘন কুয়াশার কারণে রাত দেড়টা থেকে ফেরি বন্ধ ছিল। রোববার সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।'

বিআইডবিস্নউটিসির বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, 'কুয়াশার কারণে ভোর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল। কুয়াশা কিছুটা কমলে সকাল ১০টা থেকে আবার চলাচল শুরু হয়।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে