বিদেশগামী অসহায় শ্রমিকদের পাশে দুদক

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
বিদেশগামী শ্রমিকদের গুরুত্বপূণর্ প্রস্তুতির একটি হলো স্বাস্থ্য পরীক্ষা। এই স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের যেতে হয় জেলা হাসপাতাল ও সিভিল সাজর্ন অফিসে। কিন্তু সেখানে গিয়ে তাদের পড়তে হয় নানা প্রতিবন্ধকতায়। পোহাতে হয় সীমাহীন ভোগান্তি। এসব অসহায় মানুষের প্রয়োজনকে পুঁজি করে নিজেদের স্বাথর্ হাসিলে ব্যস্ত থাকেন এক শ্রেণির অসৎ মানুষ। এসবের কোনো প্রতিবাদ হয় না কোনো কালেই। এবার এসব অনিয়মের বিরুদ্ধে কিছুটা সোচ্চার হয়েছে দুনীির্ত দমন কমিশন (দুদক)। একইসঙ্গে পঁাচ জেলায় সিভিল সাজর্ন অফিসে অভিযান চালিয়েছে দুদক। দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচাযর্ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যগামী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার সময় বেআইনিভাবে অথর্ আদায় বন্ধে রোববার বাংলাদেশের পঁাচটি জেলার সিভিল সাজর্ন অফিসে একযোগে অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আসা অভিযোগের ভিত্তিতে মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী এনফোসের্মন্ট টিম গঠন করে তাৎক্ষণিকভাবে নোয়াখালী, কুমিল্লা, খুলনা, চঁাপাইনবাবগঞ্জ ও বগুড়া এই পঁাচটি জেলায় অভিযান পরিচালনার নিদের্শ দেন। জানা যায়, এনফোসের্মন্ট টিমের সদস্যরা এসব অফিসে উপস্থিত বিদেশগামী ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং কোনোভাবেই অনৈতিকভাবে কাউকে অথর্ না দেয়ার জন্য সবাইকে সচেতন করেন। কমর্রত সিভিল সাজর্নরা এ সময় দুদক টিমকে আশ্বাস দেন যে, অনৈতিক অথর্ আদায় তৎপরতা বন্ধ করা হবে এবং শ্রমিকদের বিনা হয়রানিতে স্বাস্থ্যগত ছাড়পত্র দেয়া হবে। স্থানীয় জনসাধারণ দুদকের এ উপস্থিতি ও অভিযানকে স্বাগত জানান। এভাবে নিয়মিত পযের্বক্ষণে আসলে এ দুনীির্ত দূর হবে মমের্ অভিমত ব্যক্ত করেন। স্থানীয় কতৃর্পক্ষের বরাত দিয়ে প্রণব ভট্টাচাযর্ জানান, রোববার সবকটি অফিসে শতাধিক বিদেশগামী ব্যক্তি দুনীির্তমুক্তভাবে ছাড়পত্র পেয়েছেন। এ অভিযানের পর দুদক এনফোসের্মন্ট টিমের সমন্বয়ক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে সিভিলসাজর্ন অফিসকে দুনীির্তমুক্ত রাখতে হবে। অনৈতিক অথর্ প্রদান বন্ধে প্রয়োজনে ট্র্যাপ অভিযান চালাবে দুদক।