বিএনপি-জামায়াতি-বামাতিরা এক হয়েছে : মেনন

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০১

যাযাদি ডেস্ক
ওয়াকার্সর্ পাটির্র সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, এক-এগারো আর বিএনপি-জামায়াতি ও বামাতিরা আবার এক হয়েছে। তারা সরকার পতনের আল্টিমেটামও দিয়েছে। লক্ষ্য একটাই নিবার্চনকে বানচাল করা। রোববার বরিশালে দলীয় এক সভায় তিনি এ সব কথা বলেন। পাটির্র নেতা কামরুল হাসানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাশেদ খান মেনন বলেন, ‘নিবার্চনকে বানচাল করার যে কোনো চক্রান্ত জনগণ বানচাল করে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সংবিধানের ধারাকে সমুন্নত রাখবে।’ জাতীয় ঐক্যের নেতাদের খালেদা জিয়াসহ রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি প্রসঙ্গে মেনন বলেন, ‘এর মধ্য দিয়ে তারা দুনীির্তবাজ এবং যুদ্ধাপরাধী সব ব্যক্তিকে মুক্ত করে আবার রাজনীতির সমাজে পুনবাির্সত করতে চাচ্ছে।’ সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘এই ঐক্য হচ্ছে ষড়যন্ত্রের ঐক্য; গণতন্ত্রের ঐক্য নয়, ভোটের ঐক্য নয়। এই ঐক্য আরেকটি এক-এগারো সৃষ্টি করার জন্যই ক্ষেত্র প্রস্তুত করতে তৎপরতা হচ্ছে। সুতরাং একে প্রত্যাখ্যান করতে হবে।’