সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রাথমিক বিদ্যালয়ও খোলার প্রস্তুতি চলছে যাযাদি রিপোর্ট মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি প্রাথমিক স্তরের সব প্রতিষ্ঠান খুলে দিতে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। ডিপিই আজ এ ধরনের নির্দেশনা জারি করতে যাচ্ছে বলে জানা গেছে। ডিপিইর মহাপরিচালক এ এম মনসুর আলম যাযাদিকে বলেন, মাধ্যমিকের সঙ্গে সমন্বয় করে আগামী ৪ ফেব্রম্নয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিপিই নির্দেশনা জারি করতে যাচ্ছে। তিনি জানান, আজ মঙ্গলবার এটি জারি হতে পারে। ডিপিই-র নির্দেশনা সম্পর্কে ডিজি ডিপিই জানান, শুধু করোনা পরিস্থিতি মোকাবিলা নয়, মুজিববর্ষ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্থায়ীভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আনন্দময় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ব্যবস্থা নিতে হবে। প্রার্থীদের সহযোগিতা থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব :শাহাদাত ম স্টাফ রিপোর্টার, নোয়াখালী নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, যে কোনো নির্বাচনে প্রার্থীদের অতিউৎসাহী সমর্থকরাই সমস্যা সৃষ্টি করে। তাই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভূমিকাই মুখ্য। প্রার্থীদের সহযোগিতা থাকলে নির্বাচন কমিশনের পক্ষে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। নোয়াখালীর চৌমুহনী ও হাতিয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, জেলা নির্বাচন অফিসার রবিউল আলমসহ দুই পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ বক্তব্য রাখেন। 'চার মোবাইল কোম্পানির কাছে পাওনা সোয়া ১৩ হাজার কোটি টাকা' ম যাযাদি রিপোর্ট গ্রামীণফোন, রবি, সিটিসেল (বর্তমানে বন্ধ) এবং রাষ্ট্রয়াত্ত টেলিটকের কাছে বিটিআরসি (বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন) ১৩ হাজার ২২ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার ৯৩৪ টাকা পাওনা রয়েছে বলে তথ্য দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার। সংসদ সদস্য শহীদুজ্জমান সরকারের প্রশ্নের জবাবে এ তথ্য সংসদে তুলে ধরেন তিনি। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গ্রামীণফোনের অডিট আপত্তির ১২ হাজার ৫৮৯ কোটি ৯৮ লাখ ৭৬ হাজার ১৪৯ টাকার মধ্যে দুই হাজার কোটি টাকা দিয়েছে। তাদের কাছে বকেয়া রয়েছে ১০ হাজার ৫৭৯ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ১৩৫ টাকা। রবি ৮৬৭ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ টাকার মধ্যে ১৩৮ কোটি টাকা দিয়েছে। বকেয়া আছে ৭২৯ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ টাকা। সিটিসেলের কাছে বাকেয়া ১২৮ কোটি ৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা এবং রাষ্ট্রায়ত্ত টেলিটকের কাছে বকেয়া এক হাজার ৫৮৫ কোটি ১৩ লাখ টাকা। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। হাইকোর্টে ডিআইজি পার্থ গোপালের আবেদন খারিজ ম যাযাদি রিপোর্ট সিলেটের সাময়িক বরখাস্ত কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) পার্থ গোপাল বণিকের বিচারিক আদালতে অব্যাহতি চেয়ে আবেদন খারিজের বিরুদ্ধে দুর্নীতি মামলায় রিভিশন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু।