চাঁদপুর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডক্টর নাছিম

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২১, ০০:০০

যাযাদি রিপোর্ট
মো. নাছিম আখতার
চাঁদপুর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) অধ্যাপক ডক্টর মো. নাছিম আখতার। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অনুমোদনক্রমে তাকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে ডুয়েট কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক ডক্টর মো. নাছিম আখতারকে চাঁদপুর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগের কথা বলা হয়। এতে আরও বলা হয়, উপাচার্য হিসেবে এ নিয়োগের মেয়াদ চার বছর হবে এবং বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ও একাডেমিক নির্বাহী হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন উপাচার্য। চাঁদপুরের সন্তান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গত বছরের ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টি স্থাপনের জন্য সংসদে বিল উত্থাপন করেন এবং ওই দিনই সেটি কণ্ঠভোটে পাস হয়েছিল।