শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশ

নতুনধারা
  ২৭ জানুয়ারি ২০২১, ০০:০০

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতীয় হাইকমিশনের আমন্ত্রণে মঙ্গলবার প্রথমবারের মতো বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি সমন্বিত কন্টিনজেন্ট (মার্চিং ব্যান্ডসহ) ভারতের প্রজাতন্ত্র দিবস প্যারেডে অংশগ্রহণ করেছে।

লে. কর্নেল আবু মো. শাহনুর শাওনের নেতৃত্বে সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্রবাহিনীর চৌকস প্যারেড কন্টিনজেন্টটি গতকাল সকাল ১০:৩৭ ঘটিকায় রাজপথে আয়োজিত ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসে প্যারেডের সম্মানিত প্রধান অতিথিকে সালাম প্রদর্শন করে।

কুচকাওয়াজ শেষে আগামী ৩০ জানুয়ারি সমন্বিত কন্টিনজেন্টটি বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। কুচকাওয়াজে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সশস্ত্রবাহিনীসহ রাষ্ট্রীয় সব পর্যায়ে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলে সবাই আশা প্রকাশ করেছেন। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে