আদমদীঘিতে টাকির্ পালনে ইয়ানুরের সফলতা

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
শখের বসে টাকির্ পালন করে ব্যাপক সফলতার মুখ দেখছেন বগুড়ার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের তালসন গ্রামের যুবক ইয়ানুর ইসলাম। সংসারের অন্যান্য কাজের ফঁাকে সে টাকির্ মুরগির বাচ্চা ক্রয় করে বাড়িতে ছোট একটি খামার দিয়ে সফলতা পেয়েছেন। জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের তালসন গ্রামের শাহ পাড়ার এমরুল ইসলামের ছেলে ইয়ানুর ইসলাম বাড়িতে প্রথমে ছয় হাজার টাকায় ৪০টি টাকির্ মুরগির বাচ্চা ক্রয় করে বাড়িতে গড়ে তুলেছেন টাকির্ খামার। ৪০টি টাকির্র মধ্যে থেকে তিনি ২০টি মুরগি ১০ হাজার টাকায় বিক্রি করেন। তার ভবিষ্যৎ স্বপ্ন টাকির্ মুরগি, ডিম ও বাচ্চা উৎপাদন করে তিনি অনেক বড় খামার গড়ে তুলতে চান। এছাড়া বসতবাড়িতে তিনি চীনা হঁাস, বয়লার মুরগি, দেশি-বিদেশি জাতের কবুতরের খামারও গড়ে তুলেছেন। এসব কাজে তাকে সহযোগিতা করে আসছেন তার চাচা সদর ইউপি মেম্বার এনামুল হক। সরেজমিন ইয়ানুরের টাকির্ খামারে গিয়ে কথা বলে জানা যায়, ইয়ানুর মূলত মৎস্য ব্যবসার সঙ্গে জড়িত। এই মৎস্য ব্যবসার পাশাপাশি বাড়ির পাশে ৩ শতক জায়গার ওপর একটি পোল্ট্রি খামার গড়ে তোলেন। পোল্ট্রি খামার ব্যবসায় তার ব্যাপক লোকসানের ফলে তিনি সিদ্ধান্ত নেন টাকির্ পালনে।