এবারের বন্যায় ফসলি জমির ব্যাপক ক্ষতি

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

রংপুুর প্রতিনিধি
রংপুর অঞ্চলে এবারের বন্যার পানিতে ৭ হাজার হেক্টরের বেশি ফসলি জমি তলিয়ে গেছে। লোকসানে পড়েছেন সাধারণ কৃষকরা। এর মধ্যে কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। খেঁাজ নিয়ে জানা গেছে, যমুনা নদীর ধারে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ১ হাজার ৭৬৮ হেক্টর এবং ধরলা, দুধকুমার বহ্মপুত্র ও তিস্তা তীরবতীর্ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী, রৌমারী, নাগেশ্বরী, চিলমারী, উলিপুর সদর, রাজিবপুর বন্যার পানিতে নিমজ্জিত হয়ে যায়। এতে আমন, বীজতলা, শাকসবজি, চিনাবাদামসহ ফসলি জমি ক্ষতিতে পড়েছে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদীর চরবতীর্ কাইয়ুম বড়ভিটা গ্রামের কৃষক ওহেদুল জানান, তিনি ২ বিঘা জমিতে আমন ধান আবাদ করেছিলেন। বন্যার পানিতে নিমজ্জিত হওয়ায় তা নষ্ট হয়ে গেছে। তার মতো নদী তীরবতীর্ এলাকাগুলো সাধারণ কৃষকদের একই অবস্থা। রংপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুজ্জামান, জানান, বন্যার পর পরই বন্যাকবলিত এলাকাগুলো পরিদশর্ন করেছেন। তিনি বলেন, এখনও কিছু ফসলি জমি পানিতে নিমজ্জিত রয়েছে। এসব জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে যাবে।