নতুন এমপিও পেলেন ৯১৩ শিক্ষক

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার ৯১৩ জন শিক্ষক নতুন করে এমপিও (মান্থলি পেমেন্ট অডার্র) পেয়েছেন। সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও-সংক্রান্ত বৈঠকে এর অনুমোদন দেয়া হয়। সভাশেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুরে মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ শামছুল হুদার সভাপতিত্বে ওমপিও প্রদান-সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় নিয়োজিত নন-এমপিও শিক্ষকদের মধ্যে অনলাইনে আবেদন করা বরিশাল অঞ্চলে ৪৭, চট্টগ্রামে ৪২, কুমিল্লা ৬২, ঢাকা ১৪৩, খুলনা ৮৬, ময়মনসিংহ ১৪২, রাজশাহী ৭৭, রংপুর ২৩৫ ও সিলেট অঞ্চলের ১০ জন শিক্ষককে এমপিওভুক্ত করা হয়। এ ছাড়া অফলাইনে আবেদন করাদের মধ্যে এমপিওভুক্ত হয়েছেন ৬৭ জন শিক্ষক।