দেশে ফিরলেন সৌদিতে নিযাির্তত আরও ৪২ নারী

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
নিযার্তনের শিকার হয়ে সৌদি আরব থেকে ৪২ নারী গৃহশ্রমিক দেশে ফিরেছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে শাহজালাল আন্তজাির্তক বিমানবন্দরে পেঁৗছান তারা। কমর্স্থলে শারীরিক, অথৈর্নতিক নিযার্তনসহ দালালদের প্রতারণার শিকার হয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন বলে জানান ভুক্তভোগী নারীরা। অভাব-অনটন ঘুচিয়ে পরিবারে সবার মুখে একটুখানি হাসি ফোটাতে দেশের মাটি ত্যাগ করে সুদূর সৌদি পাড়ি জমিয়েছিলেন এসব হতভাগা নারী। কিন্তু হাসি ফোটানোর পরিবতের্ চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দুঃখের বোঝা মাথায় দেশে ফিরতে হলো তাদের। তারা জানান, দিনের পর দিন গৃহকতার্ ও পরিবারের সদস্যদের নিযার্তন সহ্য করতে হয়েছে তাদের। অবশেষে পালিয়ে সৌদি দূতাবাসে আশ্রয় নেন কেউ কেউ। অনেকে আবার জেল খেটেছেন কয়েক মাস। এক নারী বলেন, ‘আমি যেখানে কাজ করতাম তাদের কাছে ৪ লাখ টাকা পাওনা রয়েছে। আমাকে একটি টাকাও দেয়নি। তারা মারধর করতেন এবং নানা নিযার্তন চালিয়েছে।’ দালালদের দেয়া প্রতিশ্রæতির ছিটেফেঁাটাও পূরণ করা হয়নি। কয়েক মাস কাজ করলেও পারিশ্রমিক পেয়েছেন মাত্র এক বা দুই মাসের। দেশে ফেরার আকুতি নিয়ে এখনও সেখানে বাধ্য হয়ে কাজ করছেন অনেকে।