গায়েবি মামলার রিট শুনানি অবকাশের পর

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
চলতি মাসে (সেপ্টেম্বর) সারাদেশে বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীসহ নেতাকমীের্দর বিরুদ্ধে করা চার হাজার ‘গায়েবি’ মামলায় তিন লাখেরও বেশি লোককে আসামি করার কারণ জানতে চেয়ে করা রিটের শুনানি ‘নট টুডে’ (আজ নয়) বলে আদেশ দিয়েছে হাইকোটর্। অ্যাটনির্ জেনারেলের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে শুনানির জন্য সুপ্রিম কোটের্র অবকাশের পর আসার জন্য বলেছে আদালত। বেগম খালেদা জিয়ার প্যানেলের আইনজীবী মাসুদ রানা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রিট আবেদনের শুনানি করতে গেলে সোমবার হাইকোটের্র বিচারপতি শেখ হাসান আরিফ ও আহমদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটনির্ জেনারেল মাহবুবে আলম। আইনজীবী মাসুদ রানা জানান, সোমবার রিটের বিষয়টি হাইকোটের্র সংশ্লিষ্ট শাখায় শুনানির জন্য উপস্থাপন করা হলে আদালত অবকাশের পর সুপ্রিম কোটের্র নিয়মিত বেঞ্চের কাযর্ক্রম শুরু হলে আবেদনটি শুনানির পরামশর্ দিয়েছে। এর আগে রোববার হাইকোটের্র সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করা হয়। রিটে চলতি মাসে (সেপ্টেম্বর) সারাদেশে বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীসহ নেতাকমীের্দর বিরুদ্ধে করা চার হাজার মামলা এবং তিন লাখেরও বেশি লোককে আসামি করার কারণ জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে, এ বিষয়ে অনুসন্ধান করার জন্য স্বাধীন তদন্ত কমিটি গঠনের নিদের্শনাও চাওয়া হয়েছে। রিটে কমিটি গঠনের ক্ষেত্রে জাতিসংঘ মানবাধিকার কমিশন, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের প্রতিনিধি রাখার নিদের্শনা চাওয়া হয়েছে। এ ছাড়া এসব মামলা দায়েরের সঙ্গে জড়িত কমর্কতাের্দর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রুল জারিরও আজির্ জানানো হয়েছে। রোববার হাইকোটের্র সংশ্লিষ্ট শাখায় জ্যেষ্ঠ আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও বিএনপির আইন সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বাদী হয়ে রিটটি করেন। এসব মামলাকে ‘গায়েবি মামলা’ বলে আখ্যায়িত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।