গিনেস ওয়াল্ডর্ বুকে স্থান পেল ‘ঢাকা পরিচ্ছন্নতা অভিযান’

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
গিনেস বুক অব ওয়াল্ডের্ স্থান পেল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘ঢাকা পরিচ্ছন্নতা অভিযান’। সোমবার এ-সংক্রান্ত একটি সনদ মেয়র সাঈদ খোকনের হাতে তুলে দিয়েছে গিনেস বুক কতৃর্পক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসির প্রধান জনসংযোগ কমর্কতার্ জাকির হোসেন। উল্লেখ্য, পরিচ্ছন্নতা কমর্সূচির মাধ্যমে গিনেস বুক অব ওয়াল্ডর্ রেকডর্ গড়তে প্রতীকী কমর্সূচি পালন করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পরিচ্ছন্নতায় বিশ্বরেকডর্ গড়ার লক্ষ্যে গত ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তিতে ডিএসসিসি ও রেকিট বেনকিজার বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘ডেটল পরিচ্ছন্ন ঢাকা’ নামে ওই কমর্সূচি পালন করা হয়। এতে প্রায় ৩০ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করলেও রেজিস্ট্রেশন অনুযায়ী কমর্সূচিতে অংশ নিয়েছিলেন ১৫ হাজার ৩১৩ জন। বিশ্বরেকডর্ গড়তে এ জন্য দরকার ছিল পঁাচ হাজার ৫৮ জনের রেজিস্ট্রেশন। ডিএসসিসির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারতের আহমেদাবাদের কাছের একটা শহরে ৫ হাজার ২৬ জনকে নিয়ে এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করার মাধ্যমে গিনেস বুক অব ওয়াল্ডর্ রেকডের্স স্থান করার একটি রেকডর্ রয়েছে। সেই রেকডর্ ভাঙার চেষ্টা করার পাশাপাশি পরিচ্ছন্নতায় জনগণকে সচেতন করতে এ উদ্যোগ নেয়া হয়েছিল।