জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মির্জা আল মাহমুদকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার দুপুরে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মির্জা আল মাহমুদকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।'
জানতে চাইলে সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 'জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ফোরাম তাকে বহিষ্কার করেছে। একই কারণে বিএনপির পক্ষ থেকে তাকে শোকজ নোটিশ দেওয়ার পর জবাব সন্তোষজনক না হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছে।'
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd