শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আবাসন ব্যবসার নামে প্রতারণা ঢাকায় নয়জন গ্রেপ্তার

যাযাদি ডেস্ক
  ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

আবাসন ব্যবসায় ২৪ মাসে দ্বিগুণ লাভের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীতে ৯ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে সিআইডির ঢাকা মেট্রো পশ্চিমের একটি দল ক্যান্টনমেন্ট এলাকা থেকে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- আল আমিন (৩৮), মামুন (৩৯), মঞ্জুর রহমান মোহন (৩৭), মোজাম্মেল হোসেন (৫০), সাইফুল ইসলাম (৫১), আব্দুল হালিম (৪৮), জাহাঙ্গীর আলম (৪২), শাহাদত হোসেন সুমন (৩৮)

এবং আমিনুল ইসলাম (২৪)।

তাদের কাছ থেকে ৫০টি পস্নট/ফ্ল্যাট বুকিংয়ের আবেদন ফর্ম (১০টি পূরণকৃত), আবাসনের লেনদেন-সংক্রান্ত রেজিস্ট্রার, অর্থ বিনিয়োগ চুক্তিপত্র, নন-জুডিশিয়াল স্ট্যাম্পসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক শেখ ওমর ফারুক জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আবাসিক এলাকায় রিয়েল এস্টেট ব্যবসার নামে লোভনীয় বিজ্ঞাপন দিত। গ্রাহকদের বেশি মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিত। কিছুদিন পরপর ঠিকানা পরিবর্তন করে বিভিন্ন জায়গায় নতুন নতুন অফিস খুলে গ্রাহকদের কাছ থেকে তারা টাকা আত্মসাৎ করে আসছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে