বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বেরোবিতে ভুয়া নিয়োগপত্রের অভিযোগে তদন্ত কমিটি গঠন

রংপুর প্রতিনিধি
  ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভুয়া নিয়োগপত্র প্রদানের অভিযোগে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটির সদস্য হলেন, বেরোবির সহকারী প্রক্টর ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ-উল-হাসান। তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বুধবার বেরোবি জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মো. এহতেরামুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বেরোবি উপাচার্যের এক আদেশে রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মুস্তাফা কামাল এই তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবেন পিএ টু ভিসি ও সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।

অভিযুক্ত তিনজন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে