বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোম্পানীগঞ্জে আ'লীগ ও সহযোগী কমিটির কার্যক্রম স্থগিত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
  ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব রাজনৈতিক কর্মকান্ড স্থগিত ঘোষণা করেছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম চৌধুরী।

মঙ্গলবার রাতে এর সত্যতা নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম। তিনি জানান, দলীয় সভানেত্রীর নির্দেশক্রমে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সব রাজনৈতিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়। এ সময় আওয়ামী লীগের কোনো নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোনো ধরনের রাজনৈতিক উসকানিমূলক বক্তব্য বা স্ট্যাস্টাস দিতে পারবে না।

এ ব্যাপারে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, ডিবি

পুলিশ পরিচয়ে আমার সরকারি মুজিব কলেজের ছাত্রলীগের সভাপতি রাইসুল ইসলাম তপন, ছাত্রলীগ নেতা শুভ, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন ও যুবলীগ নেতা আবদুল রহমান কচিকে উঠিয়ে নিয়ে যায়। আমি নেত্রীর প্রতি সম্মান দেখিয়ে সব কর্মসূচি স্থগিত করার পরও মিজানুর রহমান বাদলের নেতৃত্বে চরএলাহী ইউনিয়নে সন্ত্রাসী বাহিনী হোন্ডার মহড়া দিয়ে রাজনৈতিক কর্মসূচি করছে। আমি নেত্রীর কাছে এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে