'জমি দখলকারীদের জন্য দলিল জালিয়াতি করত তারা'

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
এক ধরনের রাসায়নিক ব্যবহার করে আসল দলিলের লেখা তুলে ফেলতো তারা। তারপর নতুন করে লেখা হতো দলিল। সেসব জাল দলিল বিভিন্ন আবাসন কোম্পানি কিংবা জমি দখলকারীদের সরবরাহ করা হতো টাকার বিনিময়ে। এমন একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সরকারি পুরনো স্ট্যাম্প ও মূল্যবান দলিল জাল করার উপকরণ, বিভিন্ন জেলার সাব-রেজিস্টার ও ভূমি অফিসের শতাধিক সিল, স্ট্যাম্প ও জাল দলিল তৈরিতে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। বুধবার সিআইডির বিশেষ পুলিশ সুপার কানিজ ফাতেমার নেতৃত্বে রাজধানীর রাজার দেউরী, গেন্ডারিয়া ও যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- শফিকুল ইসলাম খোকন (৫০), আবুল কালাম আজাদ (৪০) এবং নুরুল ইসলাম নজরুল (৪৯)। বৃহস্পতিবার দুপুরে সিআইডির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডির ঢাকা মেট্রোর অতিরিক্ত উপমহাপরিদর্শক শেখ ওমর ফারুক জানান, 'আসামিরা দীর্ঘদিন ধরে বিশেষ কেমিক্যাল ব্যবহার করে গুরুত্বপূর্ণ সরকারি স্ট্যাম্প থেকে লেখা ও চিহ্ন তুলে ফেলে জাল দলিল তৈরি করে নিরীহ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। সেসব দলিল তারা সুবিধামতো বা চাহিদামতো বিভিন্ন হাউজিং কোম্পানির কাছে বা ভূমি দখলকারী চক্রের কাছে বিক্রি করে বলে স্বীকার করেছে।'