দুদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

স্টাফ রিপোর্টার, বগুড়া
বিতর্কিত নানা বক্তব্য ও কর্মকান্ড নিয়ে আলোচিত বগুড়া পৌরসভার মেয়রপ্রার্থী আব্দুল মান্নানের বিরুদ্ধে দুর্নীতির একটি মামলায় বগুড়ার স্পেশাল জজ আদালত গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ দিয়েছেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়ার পিপি আবুল কালাম আজাদ বৃহস্পতিবার ওই মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা দেওয়ার নির্দেশের বিষয়টি নিশ্চিত করেন। সূত্র জানায়, বগুড়ার সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩১ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্ত করে বগুড়া দুর্নীতি দমন কমিশন ইতোপূর্বে আদালতে মোট ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল। বুধবার বগুড়া স্পেশাল জজ আদালতে এ মামলার চার্জগঠনের নির্ধারিত তারিখ ছিল। মামলায় অভিযুক্ত আব্দুল মান্নান আকন্দ আদালতে হাজির না হয়ে তার পক্ষ থেকে আদালতে সময় প্রার্থনার আবেদন করেন। দুদকের পিপি জানান, আদালত এ আবেদন না-মঞ্জুর করে আব্দুল মান্নান আকন্দের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ দেন। এ ব্যাপারে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি তিনি জানেন না। উলেস্নখ্য, আব্দুল মান্নান আকন্দ বগুড়া পৌরসভার মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। বুধবার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মাহবুব আলম শাহ আশালীন ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার জন্য আব্দুল মান্নানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও বগুড়ার পুলিশ সুপারের প্রতি অনুরোধ জানিয়েছিলেন।