ঢাকার সাভারের আশুলিয়ার এক কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরির খবর পাওয়া গেছে।
রোববার শিমুলিয়া ইউনিয়নের 'রণস্থল জান্নাতুল বাকী কবরস্থান' এ এক নারীর মরদেহ দাফন করতে গিয়ে কঙ্কাল চুরির ঘটনাটি এলাকাবাসীর নজরে আসে।
স্থানীয়দের বরাত দিয়ে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রশিদ জানান, স্থানীয় এক নারীর মরদেহ দাফন করতে গিয়ে বেশ কয়েকটি কবর খোঁড়া দেখতে পান এলাকাবাসী।
শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সোনা মিয়া সরকার বলেন, শনিবার রাতের কোনো এক সময়ে চোরেরা ওই কবরস্থানে প্রবেশ করে ১৬টি পুরাতন কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায়।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd