বাংলাদেশ বিমানবাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া 'উইনটেক্স-২০২১' শনিবার বিমানবাহিনীর সব ঘাঁটি ও ইউনিটে একযোগে শুরু হয়েছে। এ মহড়ার মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনীর শক্তিমত্তা যাচাই এবং যুদ্ধ সক্ষমতা পর্যবেক্ষণ করে এর দুর্বল দিকগুলো নির্ণয় করে গুরুত্বপূর্ণ সুপারিশ প্রণয়ন করা হয়। এর মাধ্যমে ভবিষ্যতে আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে।
এ মহড়ায় বিমানবাহিনীর সব যুদ্ধবিমান, পরিবহণ বিমান, হেলিকপ্টার,র্ যাডার ও ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল ইউনিটসহ বিমানবাহিনীর সব পদবির সদস্য অংশগ্রহণ করছে। মহড়ার অংশ হিসেবে বিমানবাহিনীর বৈমানিকরা আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশলের মাধ্যমে ইন্টারসেপশনে অংশগ্রহণ করবে।
উলেস্নখ্য, এ মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনী ছাড়াও স্বল্পপরিসরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, সিভিল ডিফেন্স এবং বিএনসিসি (এয়ার উইং) অংশগ্রহণ করছে। আইএসপিআর
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd