শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপনের প্রথম দলের ঢাকা ত্যাগ

প্রকাশ | ০২ মার্চ ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন গঙঘটঝঈঙ (ডিআর কঙ্গো) তে প্রতিস্থাপনের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর তিনটি কন্টিনজেন্টের মধ্যে ২০৫ জনের প্রথম দল সোমবার শান্তিরক্ষা মিশনের প্রথম রোটেশন ফ্লাইটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এ ছাড়া আগামী ২১ মার্চ, ০৯ ও ২৬ এপ্রিল এবং ১৪ ও ৩১ মে আরও পাঁচটি ফ্লাইটে এক হাজার ৪৪ জন শান্তিরক্ষী ডিআর কঙ্গোর উদ্দেশে যাত্রা করবেন। এ উপলক্ষে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রার প্রাক্কালে বাংলাদেশ সেনাবাহিনীর ওভারসিজ অপারেশনস পরিদপ্তরের পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম আখন্দ ব্রিফিংয়ে জানান, গত ৩১ আগস্ট ২০২০ থেকে বাংলাদেশ পুনরায় শীর্ষস্থানীয় শান্তিরক্ষী প্রেরণকারী দেশের মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে। এই গৌরবময় অর্জনের নেপথ্যে রয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আন্তরিকতা, ঐকান্তিক প্রচেষ্টা, দক্ষ পেশাদারিত্ব ও মহান আত্মত্যাগ। সেনাবাহিনী বর্তমানে চলমান সাতটি মিশনসহ মোট ৬২টি শান্তিরক্ষা মিশনে সফলতার সঙ্গে শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেছে। আইএসপিআর