শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এক দফা দাবিতে সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে :ফখরুল

যাযাদি রিপোর্ট
  ০৫ মার্চ ২০২১, ০০:০০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান অনির্বাচিত সরকারের কোনো বৈধ্যতা নেই। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে তাদের পতন হবে। সরকার পতনের এক দফা দাবিতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে যুবদলের উদ্যোগে কারাগারে বন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃতু্য ও নোয়াখালীর বসুরহাটে ক্ষমতাসীন দলের দুই গ্রম্নপের সংঘর্ষে স্থানীয় সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যার বিচারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ উপলক্ষে সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে ব্যাপক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। পুলিশের সাঁজোয়া যান, রায়ট কার, জলকামানের গাড়িও ছিল প্রেসক্লাবের পূর্ব দিকের সড়কে। সমাবেশকে ঘিরে সকাল থেকে বিভিন্ন উপায়ে ব্যাপক সংখ্যক নেতাকর্মী প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। সকাল ১০টায় সমাবেশ শুরু হয়ে ১১টা ৪০ মিনিটে সমাবেশ শেষ হলে দ্রম্নত নেতাকর্মীরা সমাবেশ স্থল ত্যাগ করেন। বিএনপির আমান উলস্নাহ আমান ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ফুটপাতে দাঁড়িয়ে থেকে নেতাকর্মীদের চলে যেতে বলেন। এরপরও ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সভাপতি রফিকুল আলম মজনুসহ আরও বেশ কয়েকজন নেতাকর্মীকে পুলিশ আটক করে।

সমাবেশে মির্জা ফখরুল ইসলাম বলেন, 'লেখক মুশতাক আহমেদকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেপ্তার করে অন্যায়ভাবে তাকে কারাগারে আটক রেখে হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ড রাষ্ট্রীয়ভাবে হয়েছে। তাই এই হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছি।'

বিএনপি মহাসচিব বলেন, 'শুধু এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে প্রায় ৭শ' মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। শুধুমাত্র সরকারের সমালোচনা বা কার্টুন বা লেখার কারণে ৫ বছরের শিশু থেকে শুরু করে, গৃহবধূ, ছাত্র-শিক্ষক, দিনমজুর, রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছে সাংবাদিকরা।'

তিনি বলেন, 'জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার এ ধরনের সম্পূর্ণ গণবিরোধী আইন তৈরি করেছে। এ আইনের মাধ্যমে তারা জনগণের কথা বলার অধিকার, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে।' ডিজিটাল সিকিউরিটি আইনে সকল গ্রেপ্তারকৃত এবং রাজনৈতিক নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি জানান বিএনপি মহাসচিব।

স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, 'সমাবেশে আসতে রাস্তায় রাস্তায় নেতাকর্মীদের বাধা দেওয়া হয়েছে। এই সরকার কাউকে সম্মান দিতে জানে না। তাই এই সরকার কোনো সম্মান পেতেও পারে না। কারাগারে মুশতাক হত্যাকান্ড এবং এর আগে সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টু হত্যার ঘটনা উলেস্নখ করে তিনি বলেন, এভাবে মৃতু্যর জন্য দেশ স্বাধীন করিনি। এদেশ এখন স্বাধীন নয়।'

যুব দলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসানের পরিচালনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউলস্নাহ আমান, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সিনিয়র সহসভাপতি মোরতাজুল করীম বাদরু, সহসভাপতি মাহবুবুল হাসান পিংকু প্রমুখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে