বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও কারা হেফাজতে লেখক মুশতাকের মৃতু্যর প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে ছাত্রদল। মিছিলে নেতৃত্বে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার রাজধানীর শংকর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ধানমন্ডি ২৭ নম্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, লেখক মুশতাককে যে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে, কার্টুনিস্ট কিশোরের বক্তব্যে তা প্রমাণিত। আপনারা দেখেছেন- বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে কীভাবে কার্টুনিস্ট কিশোর ও মুশতাকের ওপর কি বর্বর নির্যাতন চালানো হয়েছে।
তিনি বলেন, 'নির্যাতন-নিপীড়ন করে সরকারের শেষ রক্ষা হবে না। তাদের পতন ঘণ্টা বেজে গেছে। মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। এ সরকারের পতন ঘটিয়ে ছাত্র-জনতা রাজপথ ছাড়বে।'
ঢাকা মহানগর পশ্চিম থানা ছাত্রদলের উদ্যোগের এ মিছিলের আয়োজন করা হয়। এতে পশ্চিম থানা ছাত্রদল সভাপতি জুয়েলসহ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd