বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধর্ষণ মামলার তথ্য চেয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন

ম যাযাদি ডেস্ক
  ০৭ মার্চ ২০২১, ০০:০০

সারাদেশের সব আদালত/ট্রাইবু্যনালে বিগত ৫ বছরের দায়ের হওয়া ধর্ষণ মামলার সংখ্যা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। শনিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে ওই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে সারাদেশের সকল জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনালের বিচারকদের কাছে এ তথ্য চাওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক রিট মামলায় গত ২১ অক্টোবর হাইকোর্ট বিভাগ একটি আদেশ দিয়েছেন। আদেশে ধর্ষণের ঘটনায় বিগত ৫ বছরে সারাদেশে কতগুলো মামলা হয়েছে, তার তথ্য চার মাসের মধ্যে বিবাদীদের জানাতে হবে।

এ অবস্থায় গত ২১ অক্টোবরের আদেশের আগের ৫ বছরে সারাদেশের সংশ্লিষ্ট আদালত /ট্রাইবু্যনালে দায়েরকৃত ধর্ষণ সম্পর্কিত মামলার সংখ্যা এ চিঠি পাওয়ার ৭ দিনের মধ্যে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে