মানহানি মামলায় অব্যাহতি পেলেন শমী কায়সার

প্রকাশ | ০৮ মার্চ ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
মানহানির মামলায় অব্যাহতি পেয়েছেন অভিনেত্রী শমী কায়সার। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার গত বৃহস্পতিবার এই আদেশ দেন। রোববার বিষয়টি জানা যায়। অব্যাহতির আদেশে বলা হয়, মামলার বাদী আদালতে হাজির নেই। পুলিশ বু্যরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদনে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি। সার্বিক বিবেচনায় পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ করা হলো। মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৪ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের একটি অনুষ্ঠানে অভিনেত্রী শমী কায়সারের দুটি মোবাইল ফোন চুরি হয়। ওই অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। মামলার অভিযোগে বলা হয়, মিলনায়তনের দরজা আটকে সেখানে উপস্থিত সাংবাদিক ও অন্যদের ব্যাগ তলস্নাশি করেন শমী কায়সারের ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরা। এ ঘটনায় ওই বছরের ৩০ এপ্রিল স্টুডেন্ট জার্নাল বিডির সম্পাদক নুজহাতুল হাসান মানহানির অভিযোগ এনে শমী কায়সারের বিরুদ্ধে মামলা করেন।