ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানও খুলে দেওয়ার দাবি জাতীয় পার্টি ঐক্য প্রক্রিয়ার

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
সীমিত সময়ের জন্য ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টি ঐক্য প্রক্রিয়ার সমন্বয়কারী অধ্যাপক মো. ইকবাল হোসেন রাজু। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, আসন্ন রমজান মাস সামনে রেখে দেশের সব ধরনের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান যথা মার্কেট ও দোকানগুলোকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিধান জারি করে সীমিত সময়ের জন্য খুলে দেওয়া দরকার। অন্যথায় এসব ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে পারবেন না। প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের বেতন দিতে পারবেন না। জনদুর্ভোগ লাঘবে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি আশা করেন। বিজ্ঞপ্তি