শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঘরে বিস্ফোরণে দগ্ধ মিরকাদিমের মেয়রের স্ত্রীর মৃতু্য

যাযাদি রিপোর্ট
  ১১ এপ্রিল ২০২১, ০০:০০

ঘরে 'গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে' অগ্নিদগ্ধ মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র আবদুস সালামের স্ত্রী কানন বেগম (৪০) চার দিন পর মারা গেছেন।

গত মঙ্গলবার অগ্নিদগ্ধ হওয়ার পর তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও পস্নাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছিল। তাকে রাখা হয়েছিল আইসিইউতে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা পৌনে ১টায় তিনি মারা যান।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, 'কানন বেগমের অবস্থা আগে থেকেই সংকটাপন্ন ছিল। শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ অবস্থায় তিনি মারা গেছেন।'

গত মঙ্গলবার রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের রামগোপালপুরের মেয়রের বাসভবনে আকস্মিক বিস্ফোরণে কানন বেগমসহ

আরও অন্তত ১৩ জন দগ্ধ হন। তবে মেয়র সালাম অক্ষত ছিলেন।

ঘরে থাকা চার কাউন্সিলরও দগ্ধ হন। তারা হলেন- মো. সোহেল, মো. আওলাদ, দীন ইসলাম, রহিম বাদশা। আহত অন্যরা হলেন- মো. মোশারফ, মনির হোসেন, শ্যামল দাস, পান্না, কালু, মো. ইদ্রিস আলী, মঈনউদ্দিন ও মো. তাজুল।

দগ্ধ অবস্থায় ১২ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও পস্নাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আহত প্যানেল মেয়র রহিম বাদশা সাংবাদিকদের বলেছিলেন, মেয়রের বাসভবনের তৃতীয়তলার এক কক্ষে তারা আলাপ করার সময়ই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে