সেই উসকানিদাতা বক্তা নোমানী রিমান্ডে

প্রকাশ | ১৩ এপ্রিল ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার নওমুসলিম খ্যাত ওয়াসিক বিলস্নাহ নোমানীকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক একেএম রওশন জাহান একদিনের রিমান্ড মঞ্জুর করেন। ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি ফিরোজ তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওয়াসিক বিলস্নাহ নোমানীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা হয়েছে। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন শ্রমিক লীগ নেতা রাকিবুল ইসলাম শাহিন। সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম। এর আগে রোববার বিকাল ৫টায় সানকিপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওয়াসিক বিলস্নাহ নোমানী হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেন। তিনি ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। ধর্মান্তরিত হওয়ার পর দেশের বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তৃতা করে 'নওমুসলিম বক্তা' হিসেবে পরিচিতি পান। তিনি নগরীর সানকিপাড়া এলাকায় থাকেন। সম্প্রতি ওয়াসিক বিলস্নাহ নোমানীর ইসলামি সভার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে ওয়াসিক বিলস্নাহ নোমানীকে বলতে শোনা যায়, 'আমরা যদি খেলাফত কায়েম করতে পারি, তাহলে সংবাদ দেখার সময় পাবি না। একটা একটা করে ধরে তোদের জবাই করব।'