রমজানে সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান সাবেক যোগাযোগমন্ত্রীর

প্রকাশ | ১৩ এপ্রিল ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
আসন্ন পবিত্র রমজানে দেশের উন্নয়নে সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। দেশবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, 'রোজা বা সিয়াম সাধনা মানুষের মনকে পবিত্রতা দান করে। রোজা মানুষকে কুপ্রবৃত্তি থেকে দূরে রাখে। রোজার মাধ্যমে মানুষের আচার-আচরণ চরিত্র সুন্দর হয়। সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়।' সঠিকভাবে রোজা পালনের পাশাপাশি নিজেকে সমৃদ্ধ করার আহ্বান জানিয়ে সৈয়দ আবুল হোসেন বলেছেন, 'আসুন, আমরা রোজা সঠিকভাবে পালন করি। নিজেকে সমৃদ্ধ করি। দেশকে ভালোবাসি। দেশের উন্নয়নে সততার সঙ্গে দায়িত্ব পালন করি।' সাবেক যোগাযোগমন্ত্রী আরও বলেন, 'রমজান মাস শান্তির মাস। এ মাসে আলস্নাহ বান্দার জন্য অফুরন্ত রহমত ও শান্তি বর্ষণ করেন। তার নেয়ামতের ভান্ডার উন্মুক্ত করে দেন। মাহে রমজানে রয়েছে মানবজাতির জন্য আলস্নাহর অসীম দয়া, ক্ষমা ও জাহান্নাম থেকে নাজাতের প্রতিশ্রম্নতি।' রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢালস্বরূপ উলেস্নখ করে তিনি আরও বলেন, 'এ মাস মুমিনদের জন্য অনন্তপ্রাপ্তির মাস। এ মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং বন্ধ করে দেওয়া হয় জাহান্নামের দুয়ার। রোজা গোনাহ মোচনের অন্যতম হাতিয়ার। রোজা আলস্নাহ ও বান্দার মধ্যে নৈকট্য বাড়ায়।' বিজ্ঞপ্তি