হেফাজতের হরতাল সরাইলে থানায় হামলা মামলায় গ্রেপ্তার আরও ৩ জন

প্রকাশ | ১৬ এপ্রিল ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতাল চলাকালে খাঁটিহাতা হাইওয়ে থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় কুট্টাপাড়া গ্রামের আল আমিন (৩৫), শেখ আরিফ মিয়া (১৮) ও রাশিদুল ইসলাম (১৮) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে সরাইল থানার পুলিশ অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে পুলিশ আল-আমিনের কাছ থেকে হাইওয়ে পুলিশের ডাম্পিং থেকে লুট হওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন এজাহারভুক্ত। বাকি ছয়জন সন্দেহভাজন। পুলিশ জানায়, খাঁটিহাতা হাইওয়ে থানায় হামলার ঘটনায় গত ৩১ মার্চ খাঁটিহাতা হাইওয়ে থানার সার্জেন্ট মাইদুল ইসলাম বাদী হয়ে সরাইল থানায় মামলা করেন। এই মামলায় ২২ জনের নাম উলেস্নখ করা হয়েছে। মামলাটিতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে তিন থেকে চার হাজারজনকে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এম এম নাজমুল আহমেদ তিনজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই তিনজনের মধ্যে আল-আমিন এজাহারভুক্ত আসামি। তিনি সিএনজিচালিত অটোরিকশা লুটের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।