বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইনজীবীদের মুভমেন্ট পাস লাগবে না

ম যাযাদি রিপোর্ট
  ১৯ এপ্রিল ২০২১, ০০:০০

চলমান 'সর্বাত্মক লকডাউনে' মুভমেন্ট পাস ছাড়াই দেশের আইনজীবীরা চলাচল করতে পারবেন। তাদের পরিচয়পত্র থাকলেই চলবে। রোববার সকালে পুলিশ সদর দপ্তর থেকে চেকপোস্টে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ওয়ারলেসে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, আইনজীবীদের চলাচলে মুভমেন্ট পাসের প্রয়োজন নেই। মুভমেন্ট পাস ছাড়াই চলাচল করতে পারবেন আইনজীবীরা। তবে তাদের সংশ্লিষ্ট পরিচয়পত্র ব্যবহার করতে হবে। এর আগে, দেশের আইনজীবীদের মুভমেন্ট পাসের আওতামুক্ত ঘোষণা করে নির্দেশনা জারির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর আবেদন করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে