মাদ্রাসা ছাত্রকে যৌন নির্যাতন শিক্ষককে জামিন দেননি হাইকোর্ট

প্রকাশ | ১৯ এপ্রিল ২০২১, ০০:০০

ম যাযাদি ডেস্ক
লক্ষ্ণীপুর সদর উপজেলায় মাদ্রাসা ছাত্রকে যৌন নির্যাতনের পর মারধরের ঘটনায় করা মামলায় মাদ্রাসার অধ্যক্ষকে জামিন দেননি হাইকোর্ট। রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. রাজিক আল জলিলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ ওই শিক্ষকের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। আদালতে অধ্যক্ষ আব্দুর রশিদ মোহাম্মদ ইউসুফের জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান। গত ১ মার্চ রাতে উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকার আত-তামরীন ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা থেকে তিনিসহ আরও এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুর রশিদ ভোলার বোরহানউদ্দিন থানার কাচিয়া ইউনিয়নের চকডোষ গ্রামের দক্ষিণ চকডোষ গ্রামের ক্বারী সিরাজুল হকের ছেলে। অপরজন হলেন মাসুম বিলস্নাহ। যিনি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক ও কুমিলস্নার মনোহরগঞ্জ থানার উত্তর হাওলা ইউনিয়নের ফেনুয়া গ্রামের হারুনুর রশিদের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু আত-তামরীন ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। মাদ্রাসায় আবাসিকে থেকে সে পড়ালেখা করতো। গত কয়েকদিন আগে শিক্ষক মাসুম বিলস্নাহ খাওয়ার রুমে ডেকে নিয়ে ওই শিশুকে যৌন নির্যাতন করেন। ওই ঘটনা শিশুটি তার মাকে জানানোর অপরাধে তাকে মারধর করা হয়।