ঢাকা কলেজের অনলাইন ক্লাস স্থগিত

প্রকাশ | ২০ এপ্রিল ২০২১, ০০:০০

যাযাদি রিপোর্ট
চলতি রমজান, আসন্ন মে দিবস, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ঢাকা কলেজের অনলাইন ক্লাসসহ সব কার্যক্রম স্থগিত থাকবে। কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উলস্নাহ খোন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ এপ্রিল থেকে আগামী ১৯ মে পর্যন্ত রমজান, মে দিবস, জুমাতুল বিদা, শবে কদর, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে কলেজের অনলাইন ক্লাসসহ সব কার্যক্রম স্থগিত থাকবে। তবে এ ছুটির সময় অফিস খোলা থাকবে এবং দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলবে। করোনার কারণে গত বছরের ১৮ মার্চ থেকে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। এরপর ঢাকা কলেজ গত বছরের ১ এপ্রিল থেকেই একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য চালু করে অনলাইন ক্লাস। অধ্যক্ষ আই কে সেলিম উলস্নাহ খোন্দকার যায়যায়দিনকে বলেন, প্রায় এক বছর অনলাইন ক্লাস চলার পর শিক্ষাবর্ষের নির্ধারিত ছুটির কারণে অনলাইন ক্লাস বন্ধ ঘোষণা করা হলো। করোনা পরিস্থিতির আলোকে ২৩ মে থেকে ক্লাসে পাঠদানের সিদ্ধান্ত রয়েছে। আগামীতে পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।