মেডিকেল ভর্তি পরীক্ষা ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু চলবে ৫ মে পর্যন্ত

প্রকাশ | ২১ এপ্রিল ২০২১, ০০:০০

ম যাযাদি রিপোর্ট
২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে যারা প্রত্যাশিত ফলাফল পাননি, তাদের ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ দিচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার থেকে রাষ্ট্রীয় মোবাইল কোম্পানি টেলিটকের মাধ্যমে ১ হাজার টাকা ফি দিয়ে সংক্ষুব্ধরা পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন। আগামী ৫ মে পর্যন্ত আবেদন করা যাবে। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। \হটেলিটকের যেকোনো প্রি-পেইড ফোন থেকে পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। এ জন্য উএঐঝ স্পেস জঝঈ স্পেস জঙখখ ঘঙ লিখে পাঠাতে হবে ১৬২২২ নাম্বারে। ফিরতি এসএমএসে আবেদনকারী একটি পিন নম্বর পাবেন। ফি প্রদানের জন্য প্রাপ্ত পিন নম্বর দিয়ে উএঐঝ স্পেস জঝঈ স্পেস ণঊঝ স্পেস চওঘ নম্বর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। এরপর প্রাপ্তি স্বীকার একটি এসএমএস পাবেন আবেদনকারী। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পুনঃনিরীক্ষার ফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে। এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এর আগে গত ৪ এপ্রিল ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ফল প্রকাশিত হয়েছে। এতে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত হয়েছেন ৪৮ হাজার ৯৭৫ জন। আসন ফাঁকা থাকা সাপেক্ষে তাদের মধ্যে প্রথম ৪ হাজার ৩৫০ জন উত্তীর্ণ পরীক্ষার্থীকে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য নির্বাচন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।