বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এফবিসিসিআই নির্বাচন স্থগিত নিয়ে হাইকোর্টের রুল

ম যাযাদি ডেস্ক
  ২১ এপ্রিল ২০২১, ০০:০০

\হ

করোনাভাইরাস মহামারির কারণে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর ৫ মে'র ঘোষিত নির্বাচন স্থগিত চেয়ে করা আবেদন এক সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সেই সঙ্গে নির্বাচন স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার পরিচালকের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এক রিট আবেদনের শুনানির পর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে ৭ এপ্রিল জারি করা সংশ্লিষ্ট স্মারকের একটি ধারা কেন বেআইনি ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশিদ আলম খান ও সানজিদ সিদ্দিকী; রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে