বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শুধু গরম বক্তব্য নয়, মাঠে থাকার নির্দেশ বিএনপি নেতাদের

যাযাদি রিপোর্ট
  ২২ এপ্রিল ২০২১, ০০:০০

শুধু জ্বালাময়ী আর গরম বক্তব্য দেওয়ার মধ্যেই নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ না রেখে নেতাদের সবাইকে মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন বিএনপির হাইকমান্ড। বুধবার দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে দলের সর্বোচ্চ হাইকমান্ড এ নির্দেশনা দেন।

বিকাল সাড়ে ৩টা থেকে কয়েক ঘণ্টার এ বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানসহ ৯ জন ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন। বৈঠক পরিচালনা করেন বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বৈঠকে উপস্থিত ভাইস চেয়ারম্যানরা তাদের বক্তব্যে বেশিরভাগ সদস্য আন্দোলনের নামার জন্য বক্তব্য রাখেন। অনেকে নিজের ৫ মিনিটের সময়সীমা অতিক্রম করে বাড়তি সময় ধরে একই ধরনের জ্বালাময়ী ভাষণ দেন। এখনই আন্দোলনে যাওয়ার জন্য দলকে সিদ্ধান্ত নিতে বলেন।

এর জবাবে দলের সর্বোচ্চ হাইকমান্ড বলেন, আন্দোলন নিয়ে সবার মতামত একই রকম। কিন্তু আন্দোলনের কর্মসূচি আসলে অনেককেই মাঠে পাওয়া যায় না। তাদের সাথে দলের নেতাকর্মীদেরও কোনো যোগাযোগ থাকে না। আন্দোলন ঘোষণা দিয়ে ঘরে বসে থাকলে সেই আন্দোলন সফল হবে না। তাই আন্দোলনকে সফল করতে হলে সবাইকে মাঠে নামতে হবে। দলের কর্মসূচি পালন করতে হবে। নেতাকর্মীদের আস্থার জায়গায় আনতে হবে। সবার আগে দলকে সুসংগঠিত করতে হবে বলেও তারেক রহমান উপস্থিত নেতাদের জানান।

দেশের বর্তমান পরিস্থিতি উলেস্নখ করে দলের হাইকমান্ড জানান, সরকার শুধু বিএনপি নয়, সব দল-মতকে নির্যাতন শুরু করেছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিচ্ছিন্নভাবে কোনো কিছু করা যাবে না। দলকে বেকায়দায় ফেলে কোনো সিদ্ধান্ত কেউ নিবেন না।

বৈঠকে উপস্থিত নেতারা আন্দোলন, সংগঠন পুনর্গঠন, মহামারি করোনা পরিস্থিতি, নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা নিয়ে বক্তব্যের পাশাপাশি নিজের দুঃখ, কষ্ট, মামলা, নির্যাতন নিয়ে কথা বলেছেন।

বৈঠকে দলের হাইকমান্ড এসব সিনিয়র নেতাদের আরও সক্রিয় হয়ে দলের কর্মকান্ডে সম্পৃক্ত হতে নির্দেশনা দিয়েছেন। সংগঠনকে তৃণমূল থেকে গুছিয়ে আনার কার্যক্রমকে সফল করতে পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।

বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আবদুল আউয়াল মিন্টু, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমদ আযম খান, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, শওকত মাহমুদ অংশ নেন।

দলের সিদ্ধান্ত অনুযায়ী, গত শুক্রবার চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্যদের সঙ্গে ধারাবাহিক এ বৈঠক শুরু হয়। দলের ৮২ জন উপদেষ্টার পর ৩০ জন ভাইস চেয়ারম্যানের সাথে বৈঠকও শেষ করেন। আগামী কয়েকদিনের মধ্যে দলের অন্যান্য পর্যায়ের নেতাদের সাথে পর্যায়ক্রমে এই বৈঠক শুরু হবে। প্রতিটি বৈঠকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করবেন, থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। এছাড়া প্রতি বৈঠকেই স্থায়ী কমিটির এক বা একাধিক সদস্য পর্যায়ক্রমে থাকবেন। এসব বৈঠকের মতামত দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে আলোচনার পর সিদ্ধান্ত হবে দলীয় সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে