মতিঝিলের মামলা রফিকুল মাদানী ৪ দিনের রিমান্ডে

প্রকাশ | ২২ এপ্রিল ২০২১, ০০:০০

ম যাযাদি রিপোর্ট
রাজধানীর মতিঝিল থানায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় রফিকুল ইসলাম মাদানীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের ভার্চুয়াল আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। মতিঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোতালেব হোসেন এ তথ্য জানিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ (ডিবি) মতিঝিল জোনাল টিমের পুলিশ পরিদর্শক কামরুল হাসান তালুকদার আসামি রফিকুল ইসলাম মাদানীকে এ মামলায় গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রথমে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর রিমান্ডের আদেশ দেন। গত ৭ এপ্রিল ভোরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দার নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করের্ যাপিড অ্যাকশন ব্যাটালিয়নর্ যাব। তার বিরুদ্ধে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় গত ১৬ এপ্রিল তাকে দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ। এরপর বুধবার মতিঝিল থানার মামলায় তার রিমান্ড মঞ্জুর করেন আদালত।