সাবেক ভিপি নুরের বিরুদ্ধে রাজশাহীতে ডিজিটাল আইনে মামলা

প্রকাশ | ২২ এপ্রিল ২০২১, ০০:০০

ম রাজশাহী অফিস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বুধবার দুপুরে বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন নগর যুবলীগের যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি। মামলার আরজিতে তৌরিদ আল মাসুদ বলেন, ভিপি নুর সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ ও সরকারের সম্পর্কে মিথ্যা ও বানোয়াট মন্তব্য করছেন। ধর্মীয় উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। এতে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটার উপক্রম হচ্ছে। নুরুলের বক্তব্য ধর্মীয় মূল্যবোধে আঘাত করছে। প্রমাণ হিসেবে নুরুলের এসব বক্তব্যের ভিডিও ফুটেজ পেনড্রাইভে করে থানায় জমা দেওয়া হয়েছে। কিছু স্ক্রিনশটও জমা দেওয়া হয়েছে। বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বলেন, ভিডিও ফুটেজ নুরের প্রমাণিত হলে আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হবে। এছাড়া, দ্রম্নতই মামলার নথিপত্র ঢাকায় সাইবার ক্রাইম ট্রাইবু্যনালে পাঠানো হবে।